হিমোসিল কি? হিমোসিলের কাজ কি?

হিমোসিল



ঘাসফড়িংসহ সকল সন্ধিপদী প্রাণীর দেহগহ্বর মোসোডার্মাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে না। দেহগহ্বর রক্তপূর্ণ এবং সংবহনতন্ত্রের অংশ হিসেবে কাজ করে। এ ধরনের রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে। ভ্রূণীয় পেরিভিসেরাল সিলোম পরিবর্তিত হয়ে হিমোসিল গঠন করে। 

হিমোসিলের কাজ


হিমোসিল ঘাসফড়িং-এর দেহের সকল অন্তঃঅঙ্গকে ধারণ করে। এটি রক্ত ও লসিকা ধারণ করে। হিমোসিলের মাধ্যমে খাদ্যসার ও বর্জ্য পদার্থ পরিবাহিত হয়।