হরমোন গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন?

হরমোন গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। কারণ, এসব গ্রন্থি নালিবিহীন, এদের ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়। যেমন- পিটুইটারি গ্রন্থি।