হটস্পট দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়?

হট স্পটের সংস্পর্শে এসে ভূগর্ভস্থ পানি বাষ্পে পরিণত হয়। এই বাষ্প ভূ-গর্ভে আটকা পড়ে যায়। হট স্পটের উপর গর্ত করে পাইপ ঢুকিয়ে উচ্চ চাপে এই বাষ্পকে বের করে আনা যায় যা দিয়ে টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়।