স্যাটেলাইট কি জীববিজ্ঞান

প্রত্যেক প্রকৃত কোষে সাধারণত একটি নিউক্লিওলাস থাকা অপরিহার্য। কিন্তু ক্ষেত্রবিশেষে ও প্রজাতিভেদে নিউক্লিওলাস এর সংখ্যা দুই বা ততোধিক হতে পারে।

অন্যদিকে শুক্রাণু, শ্বেতকণিকা প্রভৃতি কোষে যেখানে প্রোটিন সংশ্লেষণ হয় না সে সব কোষে নিউক্লিওলাস অনুপস্থিত।

যে সব কোষ বেশি মাত্রায় প্রোটিন সংশ্লেষণ সে সব কোষে নিউক্লিওলাসের আকার বড় এবং ক্ষেত্রবিশেষে সংখ্যাও একাধিক। সাধারণত একটি নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে নিউক্লিওলাস সংযুক্ত থাকে। নির্দিষ্ট ক্রোমোজোমের ঐ নির্দিষ্ট স্থানটির নাম SAT বা স্যাটেলাইট।

নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমটিকে SAT – ক্রোমোজোম বলা হয়।