স্বাভাবিক গ্যালাক্সি কাকে বলে?

আমরা জানি, যে গ্যালাক্সি হলো মহাবিশ্বের মৌলিক উপাদান। আমাদের ছায়াপথ ছাড়াও মহাবিশ্বে লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে। এদের বলা হয় স্বাভাবিক গ্যালাক্সি। 

স্বাভাবিক গ্যালাক্সি তিন প্রকার হয়। যথা-

  • উপবৃত্তাকার গ্যালাক্সি
  • সর্পিল বা পেঁচানো গ্যালাক্সি
  • বিষম গ্যালাক্সি।