স্পোরুলেশন পদ্ধতি কাকে বলে?

যে পদ্ধতিতে বংশবৃদ্ধির ক্ষেত্রে একটি জীবের কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে তাকে স্পোরুলেশন বলে। অনুকূল পরিবেশে প্রতিটি স্পোর থেকে একটি করে নতুন জীব সৃষ্টি হয়। অ্যামিবা, ব্যাকটেরিয়া ইত্যাদি জীবে স্পোরুলেশন ঘটে।