স্থিতিস্থাপক বিভব শক্তি কাকে বলে?

একটি স্থিতিস্থাপক বস্তুর উপর বাইরে হতে বল প্রয়োগ করা হলে বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন হয়। ফলে, বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন ঘটাতে বস্তুর উপর কাজ করতে হয়। এ কাজ বস্তুটিকে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। আর এ শক্তির নামই স্থিতিস্থাপক বিভব শক্তি।
যেমন একটি স্থিতিস্থাপক স্প্রিং এর সংকোচন বা সম্প্রসারণে কৃত কাজ, স্প্রিং এ স্থিতিস্থাপক বিভব শক্তিরূপে সঞ্চিত থাকে।