স্থিতিস্থাপক বস্তু কাকে বলে?

স্থিতিস্থাপকতা পদার্থের এমন একটি ধর্ম যার জন্য কোন বস্তু বাইরে থেকে প্রযুক্ত বলের ক্রিয়ার ফলে এর আকার বা আয়তন উভয়েরই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারিত হলে পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, সে সব বস্তুতে স্থিতিস্থাপকতা ধর্ম বিদ্যমান তাদেরকে স্থিতিস্থাপক বস্তু (Elastic body) বলে।