স্থিতিস্থাপক বল বিকর্ষণধর্মী হয় কিভাবে?

বল প্রয়োগে যদি বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন হয় আবার বল সরিয়ে নিলে পূর্বের অবস্থায় ফিরে আসে তবে সেই বলকে স্থিতিস্থাপক বল বলে। যেহেতু এই বল প্রয়োগ করলে পদার্থটি সংকোচিত হয় তাই এই প্রত্যয়নী বল বিকর্ষণধর্মী যা সাম্যাবস্থার জন্য সমান ও বিপরীতধর্মী। তাই স্থিতিস্থাপক বল বিকর্ষণধর্মী।

Leave a Comment