স্থিতিস্থাপকতা কাকে বলে?

বল প্রয়োগে কোনো বস্তুর দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তন ঘটানো হলে বল অপসারণ করা মাত্রই বস্তুটি পূর্বাবস্থায় ফিরে আসার ধর্মকে স্থিতিস্থাপকতা বলে।

বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েই পরিবর্তনের চেষ্টা করলে, যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার আগের আকার ও আয়তন ফিরে পায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে।

যে বস্তুর বিকৃত হতে বাধা দেওয়ার ক্ষমতা যত বেশি তার স্থিতিস্থাপকতাও তত বেশি হবে। লোহা ও রাবারের মধ্যে লোহার বাধা দেওয়ার ক্ষমতা রাবারের চেয়ে বেশি বলে লোহা রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক।