স্থানগত উপযোগ কাকে বলে?

একস্থান থেকে দ্রব্য সামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকেই স্থানগত উপযোগ বলে। রাজশাহীতে প্রচুর আম হয়। ফলে সরবরাহ বেশি হওয়ায় সেখানে দাম কম। এই আম ঢাকায় বা দেশের অন্যত্র স্থানান্তর করার ফলে আমে বাড়তি উপযোগ সৃষ্টি হওয়ায় বেশি দামে তা বিক্রয় হবে। পরিবহনের মাধ্যমে মূলত স্থানগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে।