স্ট্রিমলাইন্ড কাকে বলে?

দেহ মাকু সদৃশ অর্থাৎ মধ্যভাগ মোটা ও দুই প্রান্ত ক্রমশ সরু, প্রস্থ থেকে উচ্চতা বেশি। চলনের সময় পানির ভিতর গতি বাধাপ্রাপ্ত হয় না বলে এ ধরনের আকৃতিকে স্ট্রিমলাইন্ড (Steamlined) বলে।

দেহ তিন অংশে ভাগ করা যায়। যথা- মাথা বা মস্তক, ধড় বা দেহকাণ্ড ও পুচ্ছ বা লেজ। দেহের অগ্রপ্রান্ত হতে কানকোর পশ্চাৎ প্রান্ত পর্যন্ত অংশকে মাথা, কানকোর শেষ ভাগ থেকে পায়ু পর্যন্ত অংশকে ধড় এবং পায়ুর পশ্চাতের বাকী অংশকে লেজ বা পুচ্ছ বলে।