সোলার কুকারের সুবিধা ও অসুবিধা

সোলার কুকার এক প্রকার বাক্স। যার মধ্যে সূর্যকিরণ থেকে সংগৃহীত তাপ ব্যবহার করে রান্না করা হয়। ফলে কোন প্রচলিত জ্বালানির প্রয়োজন হয় না। সোলার কুকারের সুবিধা ও অসুবিধাগুলি নিম্নরূপ –

সোলার কুকারের সুবিধা

১) জ্বালানী সাশ্রয় ও দূষণ প্রতিরোধ

২) কম তাপমাত্রার ফলে খাদ্যগুণ বজায় থাকা

৩) শ্রমের সাশ্রয় হয়

৪) দুর্ঘটনার সম্ভাবনা নেই

৫) রান্না ৪-৫ ঘণ্টা গরম থাকে।

সোলার কুকারের অসুবিধা

১) রাত্রে, মেঘলা বা বৃষ্টির দিনে রান্না সম্ভবপর নয়

২) রুটি বা ভাজা করা যায় না

৩) আর্থিক দিক দিয়ে সোলার কুকুার বেশ দামী।