সুবিধা পণ্য কাকে বলে? উদাহরণ

সুবিধা পণ্য কাকে বলে?

যেসব পণ্য রয়েছে যা ভোক্তা বা ব্যবহাকারীরা স্বল্পতম সময়ের মধ্যে কাছাকাছি দোকান থেকে বিশেষ তুলনামূলক বিচার না করেই ক্রয় করার চেষ্টা করে তাদেরকে সুবিধা পণ্য বলে।

এসব পণ্যের মূল্য সাধারণত কম থাকে এবং বিভিন্ন দোকানদারগণ একই ধরনের অথবা প্রায় একই গুণাগুণসম্পন্ন পণ্য মজুদ করে রাখে যা গ্রাহক চাওয়া মাত্র বিক্রয় করতে পারে। এসব পণ্যকে বলা হয় সুবিধা পণ্য।

সুবিধা পণ্যের উদাহরণ

ঔষধপত্র, ব্লেড, কলম, পেন্সিল, সাবান, সংবাদপত্র, ম্যাগাজিন, চুয়িং গাম, পঁচনশীল দ্রব্য যথা- তাজা ফল, আইসক্রিম, ব্রেড, বাটার দুধ, তামাকজাত দ্রব্য, টুথপেস্ট, সেভিং সামগ্রী, প্রসাধন সামগ্রী ইত্যাদি সামগ্রী ভোক্তারা সুবিধাজনক স্থানে অবস্থিত দোকান থেকে ক্রয় করতে চায় বলে এসব পণ্যকে সুবিধা পণ্য বলে।

সুবিধা পণ্যের ধরণ

সুবিধা পণ্যগুলো বিভন্ন ধরনের হয়। যেমন:
১) অত্যাবশ্যক পণ্য
২) তাৎক্ষণিক পণ্য
৩) জরুরি পণ্য
৪) গৃহে সরবরাহকৃত পণ্য