সিলিং ফ্যানের বাতাস শরীরে লাগে কেন?

সিলিং এ রক্ষিত বৈদ্যুতিক পাখা ঘড়ির কাঁটার দিকে ঘুরালে বাতাস ফ্যানের নিচে বসা ব্যক্তি পায়। কারণ এক্ষেত্রে ডানহাতি স্ক্রু নিয়ম প্রযোজ্য হয়। এ নিয়মকানুসারে দুটি ভেক্টরের সমতলে একটি ডানহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে ভেক্টরের দিক। বৈদ্যুতিক পাখার ক্ষেত্রেও অনুরূপ ঘটে থাকে।