সল কাকে বলে?

যদি কোন কঠিন বস্তু কণা অন্য ফেজ এ বন্টিত হয়ে কলয়েড গঠন করে তবে তার নাম ‘সল’ (sol)। যেমন পানিতে AgCl এর ঘোলা মিশ্রণ হলো AgCl এর হাইড্রোসল। আবার ধোঁয়া হলো বায়ুতে অদগ্ধ কঠিন জ্বালানি কণার অ্যারোসল (Aerosol)।