সলিনয়েড কাকে বলে?

সলিনয়েড কাকে বলে?

কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাঁচযুক্ত লম্বা বেলনাকার তার কুণ্ডলীকে
সলিনয়েড বলে।

সলিনয়েড হচ্ছে কাছাকাছি ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাঁচযুক্ত লম্ব বেলনাকার কয়েল
বা তার কুণ্ডলী।

স্প্রিং এর আকারে পাকানো অত্যন্ত ঘনসন্নিবিষ্ট একটি অন্তরিত পরিবাহীকে সলিনয়েড
বলে।

সলিনয়েড

সলিনয়েড এর চৌম্বকক্ষেত্র

একটি কার্ডবোর্ডকে বাঁকিয়ে চোঙাকৃতি করে এর উপর অন্তরিত পরিবাহী তার পেঁচিয়ে
সলিনয়েড তৈরি করা যায়। চিত্রে একটি সলিনয়েড দেখানো হয়েছে। সলিনয়েডের প্রতিটি
পাকের কেন্দ্র একই রেখায় অবস্থান করে। একে সলিনয়েড বলে।

সলিনয়েডের প্রতিটি পাকের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ একই দিকে হয় বলে প্রতিটি পাকই
চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। তাই সলিনয়েডের সব পাকের সম্মিলিত চৌম্বক
ক্ষেত্রের প্রাবল্য অনেক বেশি হয়। মূলত সলিনয়েডের প্রতি একক দৈর্ঘ্যের পাক
সংখ্যা যত বেশি হয় চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য তত বেশি হয় এবং সলিনয়েডের মধ্য
দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহ হবে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যও তত বেশি হবে।
সলিনয়েডের বলরেখার প্রকৃতি একটি দণ্ড চুম্বকের বলরেখার মত। সেজন্য বলা যায় যে,
সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেটি দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে।
সলিনয়েডের ভিতরে বলরেখাগুলো অক্ষের সমান্তরাল। এক্ষেত্রেও বলরেখাগুলো আবদ্ধ
বক্রপথ।