সরকারি অর্থায়ন অলাভজনক হয় কেন?

নাগরিকদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারি অর্থায়ন করা হয় বলে এটি অলাভজনক। রাষ্ট্রীয় ও স্থানীয় সরকার এবং সরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান, সংরক্ষণ ও বণ্টন সংক্রান্ত কার্যাবলি হচ্ছে সরকারি অর্থায়ন।

অর্থাৎ দেশের নাগরিকগণই এ অর্থায়নের সুযোগ – সুবিধা ভোগ করেন। সরকারি অর্থায়নের মূল উৎস রাজস্ব আয়, মূল্য সংযোজন কর ইত্যাদি। আর এ সব আয় সরকার জনগণ থেকে সংগ্রহ করায় এবং তা জনকল্যাণমূলক খাতে ব্যবহার করায় সরকারি অর্থায়ন অলাভজনক।