সমোষ্ণ পরিবর্তনের শর্তসমূহ

১) গ্যাসকে একটি তাপ সুপরিবাহী পাত্রে রাখতে হবে।
২) সিস্টেমের বা পাত্রের চারিপার্শ্বের মাধ্যমে তাপগ্রাহীতা বা তাপধারণ ক্ষমতা উচ্চ হতে হবে।
৩) চাপের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত করতে হবে।
৪) প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জনের উপযোগী ব্যবস্থা রাখতে হবে যাতে করে তাপমাত্রা স্থির থাকে।

Leave a Comment