সমুদ্রসৈকতে বালির মধ্যে আমরা দ্রুত বেগে দৌঁড়াতে পারি না কেন?

আমরা যখন হাঁটি বা দৌড়াই তখন আমরা ভূমিতে বল প্রয়োগ করি। ভূমিও আমাদের ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। উক্ত প্রতিক্রিয়া বলই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেয়। কিন্তু বালিতে বল প্রয়োগ করা হলে বালি নিচের দিকে নেমে যায়। এতে আমাদের ওপর বালির প্রতিক্রিয়া বলও কমে যায়। তাই সমুদ্রসৈকতে বালির মধ্যে আমরা দ্রুত বেগে দৌড়াতে পারি না।