সমবায়ের প্রধান নীতিটি ব্যাখ্যা কর।

সমবায়ের প্রধান নীতিটি হলো একতা। এ নীতির ভিত্তিতে সমবায় ব্যবসায়ের উৎপত্তি হয়েছে। সমমনা, সমপেশা ও অর্থনৈতিক দিক থেকে সমশ্রেণির লোকদের একতাই হলো এ নীতির মূলকথা। প্রত্যেক সমবায় সদস্যকে বুঝতে হয় একতাই বল। তাই এটি বিনষ্ট হয় এমন কোনো কাজ থেকে সদস্যদের বিরত থাকা আবশ্যক।

Leave a Comment