সমবাহু ত্রিভুজ কাকে বলে?

যে ত্রিভুজের তিনিটি বাহু সমান তা সমবাহু ত্রিভুজ।

চিত্রে ABC ত্রিভুজের AB=BC=CA।
অর্থাৎ বাহু তিনটির দৈর্ঘ্য সমান।
ABC ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ।

ত্রিভুজের কোণগুলোর পরিমাপ পরস্পর সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে।

যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ৬০ ডিগ্রি তাকে সমবাহু ত্রিভুজ বলে।

সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য

  • সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০ ডিগ্রি।
  • তিনটি কোণই সমান হয়। 
  • তিনটি কোণই সূক্ষ্মকোণ। 
  • তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি।