10.1 উদ্ভিদে সমন্বয়
10.2 প্রাণীর সমন্বয়
10.3 স্নায়ুতন্ত্র
10.4 হরমোন
10.5 প্রাণরস বা হরমোনজনিত অস্বাভাবিকতা
10.6 স্নায়বিক বৈকল্যজনিত শারীরিক সমস্যা
10.7 সমন্বয় কার্যক্রমে তামাক ও মাদকদ্রব্যের প্রভাব
প্রশ্ন ব্যাংক
উদ্ভিদে সমন্বয়
- উদ্ভিদের সমন্বয় প্রক্রিয়া ব্যাখ্যা কর।
- হরমোন কি?
- উদ্ভিদের প্রাকৃতিক হরমোনগুলোর নাম লিখ।
- পস্টুলেটেড হরমোন কি?
প্রধান ফাইটোহরমোনসমূহ
- উদ্ভিদে অক্সিনের প্রভাব ব্যাখ্যা কর।
- উদ্ভিদে জিবেরেলিনের প্রভাব ব্যাখ্যা কর।
- উদ্ভিদে সাইটোকাইনিনের প্রভাব ব্যাখ্যা কর।
- উদ্ভিদে ইথিলিনের প্রভাব ব্যাখ্যা কর।
- উদ্ভিদে হরমোনের প্রভাব ব্যাখ্যা কর।
উদ্ভিদের বৃদ্ধি
- অভিকর্ষ উপলব্ধি কি?
- ছন্দ বায়োলজিক্যাল ক্লক কি?
- আলো-অন্ধকারের ছন্দের উপর ভিত্তিকরে পুষ্পধারী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি?
- ছোট দিনের উদ্ভিদের পুষ্পায়নের জন্য কত ঘণ্টা আলোর প্রয়োজন হয়?
- বড় দিনের উদ্ভিদের পুষ্পায়নের জন্য কত ঘণ্টা আলোর প্রয়োজন হয়?
- কোন্ ধরনের উদ্ভিদের পুষ্পায়নে দিনের আলোর কোনো প্রভাব পড়ে না?
- ভার্নালাইজেশন কি?
- উদ্ভিদ তার শারীরবৃত্তীয় বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় ঘটায় – ব্যাখ্যা কর।
উদ্ভিদের চলন
- উদ্ভিদের চলন বলতে কি বুঝ?
- উদ্ভিদের চলনকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি?
- সামগ্রিক চলন বলতে কি বুঝ?
- বক্রচলন বলতে কি বুঝ?
- ফটোট্রপিজম কাকে বলে?
প্রাণির সমন্বয় প্রক্রিয়া
- প্রাণীর সমন্বয় প্রক্রিয়ায় হরমোনের প্রভাব ব্যাখ্যা কর।
- স্নায়ুতন্ত্র হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা কর।
- ফেরোমোন কি?
- স্নায়ুতন্ত্র কি?
- প্রাণীর সমন্বয় প্রক্রিয়ায় স্নায়ুবিক প্রভাব বর্ণনা কর।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত?
- মস্তিষ্ক কি?
- মস্তিষ্কের পরিচালক কে?
- মস্তিষ্কের কয়টি অংশ ও কি কি?
- অগ্র মস্তিষ্কের বিবরণ দাও।
- সেরিব্রাল হেমিস্ফিয়ার কি?
- গুরুমস্তিষ্ক কি?
- মেরুদণ্ডের ভিতর আন্তঃযোগাযোগ রক্ষা করে কে?
- অগ্র মস্তিষ্ক কি কাজ করে?
- মধ্যমস্তিষ্কের বিবরণ দাও।
- সেরিবেলাম কী কাজ করে?
- মেডুলা অবলংগাটার বিবরণ দাও।
- মেরুরজ্জুর বর্ণনা দাও।
স্নায়ুকলা
- স্নায়ুকলা কি?
- প্রতিটি নিউরন কয়টি অংশ নিয়ে গঠিত ও কি কি?
- একটি নিউরনের গঠন ও কাজ বর্ণনা কর।
- একটি নিউরনের চিত্র এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত কর।
- অ্যাক্সলেমা কি?
- সিন্যাপস কি?
- নিউরন কি কাজ করে?
প্রতিবর্তী ক্রিয়া
- প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বোঝায়?
- প্রতিবর্তী ক্রিয়াটি উদাহরণসহ ব্যাখ্যা কর।
- প্রান্তীয় স্নায়তন্ত্র বলতে কি বুঝ?
- স্নায়ু তাড়না বা উদ্দীপনা বলতে কি বোঝায়?
- আবেগ সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
হরমোন
- হরমোন কি?
মানবদেহের কয়েকটি মুখ্য নালিকাহীন গ্রন্থির পরিচিতি, কাজ ও নিঃসৃত হরমোন
- পিটুইটারি গ্রন্থির পরিচিতি, কাজ ও নিঃসৃত হরমোনের নাম লিখ।
- থাইরয়েড গ্রন্থির পরিচিতি, কাজ ও নিঃসৃত হরমোনের নাম লিখ।
- প্যারাথাইরয়েড গ্রন্থির পরিচিতি, কাজ ও নিঃসৃত হরমোনের নাম লিখ।
- থাইমাস গ্রন্থির পরিচিতি, কাজ ও নিঃসৃত হরমোনের নাম লিখ।
- এডরেনাল গ্রন্থির পরিচিতি, কাজ ও নিঃসৃত হরমোনের নাম লিখ।
- আইলেটস্ অফ ল্যাংগারহ্যানস এর পরিচিতি, কাজ ও নিঃসৃত হরমোনের নাম লিখ।
- গোনাড বা জনন অঙ্গ গ্রন্থির পরিচিতি, কাজ ও নিঃসৃত হরমোনের নাম লিখ।
প্রাণরস বা হরমোনজনিত অস্বাভাবিকতা
- থাইরয়েড এর সমস্যায় আয়োডিনের ভূমিকা আলোচনা কর।
- ইনসুলিন কোথায় হতে নিঃসৃত হয়?
- ইনসুলিন কি?
- বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস বলতে কি বোঝায়?
- ডায়াবেটিস কয় ধরনের ও কি কি? ব্যাখ্যা কর।
- ডায়াবেটিস রোগের লক্ষণগুলো লিখ।
- ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের উপায়গুলো লিখ।
- স্ট্রোক বলতে কি বুঝ?
- স্ট্রোক এর লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা এবং প্রতিরোধের উপায় আলোচনা কর।
স্নায়ুবিক বৈকল্যজনিত শারীরিক সমস্যা
- প্যারালাইসিস বলতে কি বোঝায়? এর কারণ ব্যাখ্যা কর।
- এপিলেপসি বলতে কি বোঝায়? এই রোগের কারণ ব্যাখ্যা কর।
- পারকিনসন রোগ বলতে কি বোঝায় ব্যাখ্যা কর।
- ডোপামিন কি?
- সমন্বয় কার্যক্রমে তামাক ও মাদক দ্রব্যের প্রভাব আলোচনা কর।
- মাদকাসক্ত বলতে কি বোঝায়?
- মাদকাসক্তের কুফল লিখ।