সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কিনা?

সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকতে পারে না। কারণ, আমরা জানি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যেহেতু সমদ্রুতিতে চলমান কোনো বস্তুর বেগের পরিবর্তন নেই, সেহেতু বেগ বৃদ্ধি বা হ্রাস হয় না। 

সুতরাং বেগ বৃদ্ধির হারও শূন্য হয় না। 

অর্থাৎ ত্বরণ শূন্য হয়।