সকল হারমোনিকই উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয় – কেন?

আমরা জানি, কোনো স্বরে যেসব বিভিন্ন সুর থাকে, তাদের মধ্যে যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম, তাকে মূর সুর বলে। অন্যান্য সুর, যাদের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি, তাদের উপসুর বলে।

আবার, উপসুরগুলোর কম্পাঙ্ক যদি মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক হয়, তাহলে সে সকল উপসুরকে হারমোনিক বলে।
সুতরাং সকল হারমোনিকই উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয়।

Leave a Comment