সংরক্ষণশীল বল কাকে বলে? সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য

সংরক্ষণশীল বল (Conservative Force) কাকে বলে?

কোনো কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়, সেই বলকে সংরক্ষণশীল বল বলে।

যেমন – অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিং – এর বিকৃতি প্রতিরোধকারী বল ইত্যাদি।

ব্যাখ্যাঃ কোনো কণার একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যাওয়ার সময় কোনো বল দ্বারা কৃতকাজ যদি ধনাত্মক হয় এবং দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুতে আসার সময় যদি ঐ বল দ্বারা কৃতকাজ পূর্বের কাজের সমান ও ঋণাত্মক হয়, তাহলে এ পূর্ণ চক্রে মোট কাজ শূন্য হয়। এই বলকে সংরক্ষণশীল বল বলা হয়।

কোনো একটি কণার এক বিন্দু থেকে অপর বিন্দুতে যাওয়ার সময় যদি কোনো বল দ্বারা কণাটির উপর সম্পাদিত কাজের পরিমাণ কণাটির গতিপথের উপর নির্ভর না করে কেবল বিন্দু দুটির অবস্থানের উপর নির্ভর করে তাহলে সেই বলটি সংরক্ষণশীল হয়।

সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য

১) সংরক্ষণশীল বল তথা অভিকর্ষ বল দ্বারা কতৃকাজ বস্তুর আদি ও শেষ অবস্থানের উপর নির্ভরশীল। পথের উপর নির্ভরশীল নয়।

২) সংরক্ষণশীল বল তথা অভিকর্ষ বল দ্বারা কতৃকাজ সম্পূর্ণ পুনরুদ্ধার করা সম্ভব।

৩) উভয় বলের জন্য ফিরতি পথের জন্য আদি ও শেষ গতিশক্তি পথের জন্য আদি ও শেষ গতিশক্তি সমান থাকে। অর্থাৎ যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয়।

৪) সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয়।

৫) সংরক্ষণশীল বল দ্বারা সম্পাদিত কাজ শূন্য হয়।

৬) সংরক্ষণ বলের ক্ষেত্রে বিভব শক্তি পাওয়া যায়।