সংকেত (Formula)

হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে H2 ব্যবহার করা হয়। যার অর্থ হলো একটি হাইড্রোজেনের অণুতে দুটি হাইড্রোজেনের পরমাণু (H) আছে।
আবার, পানির একটি অণুকে প্রকাশ করতে H2O ব্যবহার করা হয়। এর অর্থ হচ্ছে পানির একটি অণুতে দুটি হাইড্রোজেন (H) এবং একটি অক্সিজেন পরমাণু (O) থাকে।

নিচে কয়েকটি অণুর সংকেত দেখানো হলোঃ

অণুর নামসংকেত
 নাইট্রোজেনN2
 অ্যামোনিয়াNH3
 ক্লোরিনCl2
 সালফিউরিক এসিড H2SO4
 হাইড্রোক্লোরিক এসিড HCl

Leave a Comment