শেয়ার কী?

কোম্পানির মূলধনের সমান ও ক্ষুদ্র অংশের প্রতিটি একককে শেয়ার বলে। ব্যবসা পরিচালনার জন্য মূলধন প্রয়োজন। কোম্পানির মূলধনের পরিমাণ পূর্বেই নির্ধারণ করা হয়। মূলধন নির্ধারণের জন্য মূলধন ইস্যুকারী কম্পটোলার এর কাছে আবেদন করতে হয়। নির্ধারিত মূলধনকে আবার কতগুলো অংশে ভাগ করা হয়। প্রতি অংশকে শেয়ার বলে।

উৎসের ভিত্তি করে মূলধন দু’রকম হয়ে থাকে। যথাঃ 
১) শেয়ার মূলধন বা নিজস্ব মূলধন এবং 
২) ঋণ মূলধন।

Leave a Comment