শিল্প পণ্য কাকে বলে?

যে সকল পণ্য চূড়ান্ত ভোগে ব্যবহৃত হয় না বরং ভোগ্য পণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে শিল্প  পণ্য (Industrial Goods) বলে।

যেসব পণ্য সরাসরি ভোগ না করে পুনঃবিক্রয় বা পুনঃউন্নয়নের উদ্দেশ্য ক্রয় করা হয় বা যে সকল পণ্য প্রধানত ভোগ্য পণ্য তৈরীর কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ব্যবহৃত হয় তাকে শিল্প পণ্য বলে। শিল্প পণ্য সাধারণত ভোগের উপযোগী থাকে না। ভোক্তা বা ব্যবহারকারীরা শিল্প পণ্য ক্রয় করে না বরং শিল্প উদ্যোক্তারাই এ পণ্য ক্রয় করে থাকে।

এ ধরনের পণ্যকে নিম্নোক্তভাগে ভাগ করা যায়ঃ 

কাঁচামাল, যন্ত্রাংশ, ভারী যন্ত্রপাতি ও সম্পত্তি, আনুষঙ্গিক যন্ত্রপাতি, সহায়ক পণ্য ইত্যাদি।