শিরক কি? শিরকের উৎপত্তি এবং শিরকের প্রকারভেদ

শিরক কি?

শিরক অর্থ অংশীবাদ অর্থাৎ একাধিক স্রষ্টা, একাধিক উপাস্যে বিশ্বাস করা। মহান আল্লাহ তায়ালার ক্ষমতা, গুণ ও প্রভুত্বের মধ্যে কোনো অংশীদার করা বা মেনে নেওয়াকে শিরক বলে।

আল্লাহকে তাঁর সত্তায় ও গুণাবলিতে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করা, তাঁকে একমাত্র সৃষ্টিকর্তা, রিযকদাতা, পালনকর্তা ও আইনদাতা হিসেবে মেনে নেয়া। জীবনের সকল কর্মকাণ্ডে একমাত্র তাঁরই আনুগত্য করা, তাঁরই ইবাদত করার নাম তাওহীদ।

আর এ তাওহীদের বিপরীত হল শিরক।

শিরকের উৎপত্তি

আমাদের সমাজে শিরক বিভিন্নভাবে সৃষ্টি হতে দেখা যায়। 

১)  অতিভক্তি ও অন্ধভক্তি কারণে হতে পারে।

২) কোন বস্তুর শক্তি ও বাড়ত্বে বিশ্বাস স্থাপন করে তাদের প্রতি ভয় ও শ্রদ্ধা জ্ঞাপন করার মাধ্যমে।

৩) ভ্রান্ত চিন্তার মাধ্যমে।

৪) ভ্রান্ত মতবাদের আনুগত্যের কারণে।

শিরকের প্রকারভেদ

আমরা শিরককে মূল চার ভাগে ভাগ করতে পারি। যথাঃ

১) ইলাহের ক্ষেত্রে শিরক,

২) ইবাদতের ক্ষেত্রে শিরক,

৩) সৃষ্টি ও মঙ্গল দানের ক্ষেত্রে শিরক,

৪) আনুগত্যের ক্ষেত্রে শিরক।