শিকারিদের কী মজা! – কে, কেন এ কথা বলেছে?

পাখি শিকার করাকে আনন্দের কাজ মনে করে লাটু আলোচ্য কথাটি বলেছে। শিকারিরা এয়ারগান দিয়ে পাখি শিকার করে। শিকার করাটা অনেকের কাছে শখ বা আনন্দের কাজ। যারা শখে শিকার করে তারা প্রাণীটির কথা একবারও ভাবে না। লাটুও সম্ভবত সে কথা ভাবেনি। তাই সে আলোচ্য কথাটি বলেছে।

Leave a Comment