শব্দের তীক্ষ্মতা কাকে বলে?

শব্দের যে বৈশিষ্ট্যের জন্য কোনো সুর চড়া বা চিকন, কোনো সুর মোটা বা খাদের তা বোঝা যায় তাকে শব্দের তীক্ষ্মতা বলে। তীক্ষ্মতা কম্পাঙ্কের সমানুপাতিক। যেমন – হারমোনিয়ামের বামদিক হতে ডানদিকের সুর ক্রমশ চড়া।

Leave a Comment