শক্তি কাকে বলে? একক ও প্রকারভেদ

শক্তি কাকে বলে?

কোন বস্তুর উৎসের কাজ করার সামর্থকে শক্তি বলে।

কোন বস্তু কাজ করতে সমর্থ হলে তার শক্তি আছে বলা হয়। কোন বস্তুর উৎস মোট যে পরিমাণ কাজ করতে পারে তা দিয়ে এর শক্তির পরিমাণ করা হয়।

শক্তির একক

শক্তি এবং কাজের একক জুল।

শক্তি একটি স্কেলার রাশি।

শক্তির প্রকারভেদ

শক্তিকে মোটামুটি আট ভাগে ভাগ করা যায়। যথা –

১) যান্ত্রিক শক্তি (Mechanical Energy)

২) তাপশক্তি (Heat Energy)

৩) শব্দ শক্তি (Sound Energy)

৪) আলোক শক্তি (Light Energy)

৫) চুম্বক শক্তি (Magnetic Energy)

৬) বিদ্যুৎ শক্তি (Electrical Energy)

৭) রাসায়নিক শক্তি (Chemical Energy)

৮) পারমাণবিক শক্তি (Atomic Energy)