শক্তির সমবিভাজন সূত্র ব্যাখ্যা কর।

তাপীয় সাম্যে অবস্থিত কোনো গতীয় সংস্থার ক্ষেত্রে মোট শক্তি সবগুলো স্বাধীনতার মাত্রা বরাবর সমভাবে বিভাজিত বা বণ্টিত হয়।

পরম তাপমাত্রা T এবং বোল্টজম্যান ধ্রুবক k হলে, প্রত্যেকে স্বাধীনতার মাত্রা পিছু শক্তির পরিমাণ 1/2kT.

ব্যাখ্যাঃ গ্যাসের গতিতত্ত্ব অনুসারে তাপীয় সাম্যাবস্থায় প্রতিটি অণুর ক্ষেত্রে তিনটি অক্ষ X, Y ও Z বরাবর উপাংশ গতিবেগের গড় বর্গমান যথাক্রমে ū2, ̄v2 ও ̄w2 অভিন্ন।