লোভের কুফল

লোভ মানুষের মনের শান্তি বিনষ্ট করে। অধিক পাওয়ার আকাঙ্খা মানুষকে সারাক্ষণ বিভোর করে রাখে। ফলে মানুষ নিজের কাছে যা আছে তাতে তুষ্ট না থেকে আরও পাওয়ার আশায় অস্থির থাকে। লোভ মানুষকে অপরাধমূলক কাজের দিকে ধাবিত করে। সুদ, ঘুষ, রাহাজানি ইত্যাদি কাজ লোভের কারণেই সংঘটিত হয়।