লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা কি? ক্লাইটোরিস বা ভগাঙ্কুর কি? কাজ

লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা

দুটি মাংসল ভাঁজ কপাটের মতো যোনিপথকে ঢেকে রাখে। এদের লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা বলে।

ক্লাইটোরিস বা ভগাঙ্কুর

লেবিয়া মেজোরার উপরের দিকে একটি ছোট মাংসপিণ্ড থাকে, যাকে ক্লাইটোরিস বা ভগাঙ্কুর বলে। এটি অত্যন্ত সংবেদনশীল। 

ইউরেথ্রার চারদিকে এবং ক্লাইটোরিসের উপরে কতকগুলো ক্ষুদ্র গ্রন্থি অবস্থান করে থাকে। লেবিয়া মাইনোরা-এর অন্তর্তলে বার্থোলিন এর গ্রন্থি নামে দুটি বড় গ্রন্থি উন্মুক্ত হয়েছে।

কাজ

লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা যোনিদ্বারকে ঢেকে রাখে। বার্থোলিন গ্রন্থির ক্ষরণ যোনিপথকে পিচ্ছিল করে তোলে। ক্লাইটোরিস যৌন মিলনকে আনন্দঘন করে তোলে।