লাটু পাখিটাকে ঝুড়িতে করে লেবু গাছের ডালে রেখে এসেছিল কেন?

পাখিটা যেন নিজেই নিজের খাবার খেতে পারে, সেজন্য লাটু তাকে ঝুড়িতে করে লেবু গাছের ডালে রেখে আসে।
লাটু আর কুমু আহত পাখিটাকে সুস্থ করে তোলার জন্য প্রথমে তার ডানায় মলম লাগিয়ে দেয়। কিন্তু পাখিটা কোথায় থাকবে, খাবে কী – এসব নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়। এক পর্যায়ে লাটু বুদ্ধি বের করে যে, ঝুড়িতে করে পাখিটাকে লেবু গাছের ডালে রেখে এলে সে নিজেই পোকামাকড় ধরে খেতে পারবে।
তাই সে তাকে ঝুড়িতে করে লেবু গাছের ডালে রেখে আসে।

Leave a Comment