লাটু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেবা দিয়ে পাখিটিকে বাঁচাল। পাখিটির দুরবস্থা দেখে লাটু বুদ্ধি করে গাছের ডালের সঙ্গে ঝুড়ি বেঁধে সেখানে ওর থাকার ব্যবস্থা করল। যেন কেউ দেখতে না পায়, আবার নিজের খাবার নিজেই খুঁটে খেতে পারে। তারপর কাটা জায়গায় লাগানোর জন্য একটা হলদে মলম লাগিয়ে দিল। পাখিটি এতে করে আরামবোধ করতে লাগল। কিছুদিন পরে পাখিটি ওড়ার চেষ্টা করতে গেলে ঝুড়ি থেকে পড়ে যায়। লাটু পুনরায় তাকে ঝুড়িতে বসিয়ে দেয় এবং মলম লাগিয়ে দেয়। এভাবেই লাটু বুদ্ধিমত্তার সঙ্গে পাখিটিকে বাঁচায়।