রোধ কাকে বলে?

পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্থ হয় তাই হলো রোধ। রোধের একক ও’ম।

ইলেকট্রন প্রবাহের কারণে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। ইলেকট্রন স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অণু-পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং এর গতি বাধা বাধাপ্রাপ্ত হয়। পরিবাহীর এই বাধাদানের ধর্মই হলো রোধ।