রেজিন কি? রেজিনের প্রকারভেদ

রেজিন কি?

প্রাকৃতিক বা সাংশ্লেষিক কঠিন বা অর্ধকঠিন জৈব পদার্থের এক বিশেষ শ্রেণির যেকোনো যৌগ যারা কোনো নির্দিষ্ট গলনাংক বিশিষ্ট নয় এবং উচ্চ আণবিক ভর বিশিষ্ট তাদেরকে রেজিন বলে।

একটি প্রাকৃতিক রেজিন:

প্রাকৃতিক রেজিন

রেজিনের প্রকারভেদ

রেজিন তিন রকমের হয়ে থাকে। যথাঃ

১) কঠিন রেজিন

২) ওলিও রেজিন

৩) গদ রেজিন

Leave a Comment