8.1 রেচন
8.2 বৃক্ক
8.3 বৃক্ক বিকল, ডায়ালাইসিস ও প্রতিস্থাপন
প্রশ্ন ব্যাংক
রেচন
- মানব দেহের রেচন প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
- মানবদেহের রেচন অঙ্গের নাম কি?
- রেচন পদার্থগুলোর নাম লিখ।
বৃক্ক
- হাইলাস কি?
- পেলভিস কি?
- মেডুলা কি?
- ক্যাপসুল কি?
- ইউরিনিফেরাস নালিকা কয়টি অংশে বিভক্ত ও কি কি?
- চিহ্নিত চিত্রসহ একটি নেফ্রনের গঠন বর্ণনা কর।
- রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ কি?
- হেনলির লুপ বলতে কি বোঝায়?
- মানবদেহে বৃক্কের কাজগুলো উল্লেখ কর।
- একজন মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে?
- অসমোরেগুলেশন বলতে কি বোঝায়?
- অসমোরেগুলেশনে বৃ্ক্কের ভূমিকা লিখ।
- বৃক্কে পাথর বলতে কি বুঝ?
- বৃক্কে পাথর হওয়ার লক্ষণ ও চিকিৎসা লিখ।
- বৃক্কে পাথর সৃষ্টি প্রতিরোধ এবং প্রতিকার বর্ণনা কর।
- কি কি কারণে কিডনি বিকল হতে পারে?
- রক্ত পরিশোধনে ডায়ালাইসিস পদ্ধতি বর্ণনা কর।
- কিডনি সংযোজন বলতে কি বোঝায়?
- কিডনি প্রতিস্থাপনের জন্য কিভাবে কিডনি সংগ্রহ করা যেতে পারে – ব্যাখ্যা কর।
- মনণোত্তর বৃক্ক দানের বিষয়ে কিভাবে জনগণকে সচেতন করা যেতে পারে বর্ণনা কর।
- মূত্রনালি সুস্থ্ রাখার উপায়গুলো লিখ।