রেখা বর্ণালি কী? রেখা বর্ণালির উৎস

রেখা বর্ণালি কী?

বিকীর্ণ শক্তিকে বর্ণালি বীক্ষণ যন্ত্রে বিশ্লেষণ করলে ফটোগ্রাফিপ্লেটে যে বিভিন্ন রেখার সমাহার পাওয়া যায় তাকে রেখা বর্ণালি বলে।

রেখা বর্ণালির উৎস

ইলেকট্রন আলোর নিদিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে এবং আলোর নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে নিম্ন শক্তিস্তরে লাফিয়ে চলে। নির্দিষ্ট পরিমাণ আলোর শোষণ বা বিকিরণ বর্ণালির উৎস হিসেবে কাজ করে। যদি শক্তি শোষণ করে তখন যে উজ্জ্বল রেখা পাওয়া যায় তাই রেখা বর্ণালি।

Leave a Comment