রিয়েজেন্ট বোতল কাকে বলে?

ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের রাসায়নিক বিশ্লেষণ পরীক্ষা চলাকালে যেসব কঠিন বা তরল অথবা দ্রবণীয় অবস্থায় দ্রবণরূপে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়, তাদেরকে বিকারক বা রিয়েজেন্ট বলা হয়। যেমন: NaOH দ্রবণ, NH4OH দ্রবণ, K4[Fe(CN)6] দ্রবণ, K3[Fe(CN)6] দ্রবণ, AgNO3 দ্রবণ, HNO3(aq), H2SO4(aq), টলেন বিকারক, ফেহলিং দ্রবণ, Na ধাতু ইত্যাদি।

ল্যাবটেরিতে সাধারণত বিভিন্ন আকৃতির কাচ পাত্রে বিভিন্ন ধরনের রিয়েজেন্ট কঠিন, তরল ও দ্রবণীয় অবস্থায় সংরক্ষণ করা হয়, তাদেরকে রিয়েজেন্ট বোতল বলা হয়।

রিয়েজেন্ট বোতল কাচ ছাড়াও প্লাস্টিকের তৈরিও হতে পারে। ল্যাবরেটরিতে প্রতিটি রিয়েজেন্ট বোতলের গায়ে রিয়েজেন্টের নাম ও হাজার্ড ব্যবহার করা হয়।