রাস্তার পাশে দাঁড়িয়ে তুমি দেখলে রিক্সা চলে যাচ্ছে। রিক্সার সাপেক্সে তোমার গতীয় অবস্থা ব্যাখ্যা কর।

রাস্তার পাশে দাঁড়িয়ে আমি দেখলাম রিক্সাটি চলে যাচ্ছে। অর্থাৎ আমার কাছে রিক্সাটি গতিশীল বলে মনে হবে। কিন্তু রিক্সার সাপেক্ষে বিবেচনা করলে মনে হবে আমি রিক্সা হতে দূরে সরে যাচ্ছি। অর্থাৎ রিক্সার সাপেক্ষে আমাকে গতিশীল মনে হবে।