রাবারকে টেনে ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসে কেন?

পদার্থের এমন একটি ধর্ম আছে যা বাহ্যিক বল প্রয়োগে দৈর্ঘ্য আকার বা আয়তনের পরিবর্তনকে বাধা দেয়। পদার্থের এ ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। এ স্থিতিস্থাপকতার জন্যই রাবারকে টেনে ছেড়ে দিলে তা পূর্বের জায়গায় বা অবস্থায় ফিরে আসে।