যৌগমূলক ও তাদের যৌজনী

Radicals and Their Valencies

একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধানবিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এ ধরনের পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলা হয়।

যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক আধানবিশিষ্ট হতে পারে। এদের আধান সংখ্যাই মূলত এদের যৌজনী নির্দেশ করে। যেমনঃ একটি N পরমাণুর সাথে তিনটি H পরমাণু ও একটি H+ যুক্ত হয়ে অ্যামোনিয়াম (NH4+) আয়ন নামক যৌগমূলকের সৃষ্টি করে। এর আধান সংখ্যা হলো +1 (এক)। 

সুতরাং এর যোজনীও 1 (এক)। আধান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনী শুধু একটি সংখ্যা এর কোনো ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন নেই।

বিভিন্ন যৌগমূলকের নাম, সংকেত, আধান ও যোজনী

যৌগমূলকের নামসংকেতআধানযৌজনী
অ্যামোনিয়াNH4++11
 কার্বনেটCO32--22
হাইড্রোজেন কার্বনেটHCO3-11
সালফেটSO42--22
হাইড্রোজেন সালফেটHSO4-11
সালফাইটSO32--22
নাইট্রেটNO3-11
নাইট্রাইটNO2-11
ফসফেটPO43--33
হাইড্রোক্সাইডOH-11
ফসফোনিয়ামPH4++11

Leave a Comment