যোজক কাকে বলে? যোজকের প্রকারভেদ

যোজক কাকে বলে?

যেসব শব্দ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের বা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে যোজক বলে।

যোজকের কাজ হলো একাধিক শব্দ, পদবন্ধ, বাক্যকল্প বা বাক্যকে জুড়ে দেওয়া বা সম্পর্কিত করা। 

যেমন:
এতগুলো বই আর খাতা ওই ব্যাগে ধরবে?
গ্লাসটা ভালো করে ধরো, নইলে ভেঙে যাবে।

যোজকের প্রকারভেদ

অর্থ ও সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুসারে যোজক শব্দকে নিচের ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
১. সাধারণ যোজক
২. বিকল্প যোজক
৩. বিরোধমূলক যোজক
৪. কারণবাচক যোজক ও
৫. সাপেক্ষ যোজক।