যে কোন চারটি গুরুত্বপূর্ণ নির্দেশমূলক নীতির উল্লেখ করা হলো-
১। রাষ্ট্র এমনভাবে তার নীতিগুলোকে পরিচালনা করবে যেন নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক পর্যাপ্ত জীবিকা অর্জনের সুযোগ পায়।
২। সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে অনধিক 14 বছরের বালক বালিকাদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে।
৩। রাষ্ট্র সমগ্র ভারতের সকল নাগরিকের জন্য একই প্রকার দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে।
৪। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বৃদ্ধিতে সচেষ্ট হবে।