যেকোনো পর্যায়ে যতই ডানদিকে যাওয়া যায় পরমাণুর আকার ততোই হ্রাস পায় কেন?

যেকোনো পর্যায়ে যতই ডানদিকে যাওয়া যায় পরমাণুর আকার ততোই হ্রাস পায় কেন?

যেকোনো পর্যায়ে যতই ডানদিকে যাওয়া যায় পরমাণুর আকার ততোই হ্রাস পায়। অর্থাৎ একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের আকার হ্রাস পায়। এর কারণ হচ্ছে একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে ইলেকট্রন যুক্ত হয় কিন্তু ইলেকট্রন স্তর বাড়ে না। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অর্থ নিউক্লিয়াসের ঋণাত্মক আধানের বৃদ্ধি। ফলে ইলেকট্রসমূহ নিউক্লিয়াস কর্তৃক আরো বেশি আকৃষ্ট হয়। যে কারণে পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায়। অর্থাৎ মৌলের আকার হ্রাস পায়।