যান্ত্রিক ভাষা ও উচ্চস্তরের ভাষার মধ্যে পার্থক্য

যান্ত্রিক ভাষা ও উচ্চস্তরের ভাষার মধ্যে পার্থক্য নিম্নরূপ-

নংযান্ত্রিক ভাষাউচ্চস্তরের ভাষা
 ১কম্পিউটার এ ভাষা সরাসরি বুঝতে পারে।কম্পিউটার এ ভাষা সরাসরি বুঝতে পারে না।
 ২মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা খুবই কঠিন ও সময় সাপেক্ষে।উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম লেখা সহজ এবং কম সময় প্রয়োজন।
 ৩এক মডেলের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কোনো মডেলের মেশিন বুঝতে পারে না।যেকোনো মডেলের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মডেলের মেশিন বুঝতে পারে।
 ৪কম পরিমাণ লজিক ও মেমোরিতে এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহ করা যায়।এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহ করতে বেশি পরিমাণ লজিক ও মেমোরি প্রয়োজন হয়।
মেশিন ভাষার প্রোগ্রামকে অনেক দক্ষ হতে হয়।উচ্চস্তরের ভাষার প্রোগ্রামকে পুরোপুরি দক্ষ না হলেও চলে।
সরাসরি বাইনারি ভাষায় প্রোগ্রাম লেখা হয়ে থাকে। ফলে অনুবাদের প্রয়োজন হয় না।অনুবাদক প্রোগ্রাম দ্বারা বাইনারি ভাষায় রূপান্তর করে নিতে হয়।